Photography Tips


==> Photography Tips <==
 

Gcam Photography Tips

💎 ভিডিও টিপস দেখতে এখানে ক্লিক করুন।

💎 রাতের Astrography তোলার টিপস -

• রাতের বেলায় nightsight বা Astrography পিক তোলার সময় ফোন হাতে রাখা নিষিদ্ধ। কোন অবস্থাতেই Astrography বা চাঁদ তারার ফটো তুলতে চাইলে ফোন হাতে রাখা যাবে না।

• অনেকেই আছে যারা একবারে কালো অন্ধকারে তুলেন, সেটা তোলা যাবে না। চাঁদের আলো বা আবছা আলোতে তুলতে হবে রাতে। তাহলেই ভালো উঠবে ফটো।


• রাতে যাদের একবারে দিনের মত পিক ভালো না লাগে তারা ক্যামেরা setting গিয়ে lib patcher বা ফটো প্রসেসিং হতে ISO কিছুটা কমিয়ে দিবেন আর Night exposer compensation টাও কিছু কমিয়ে নিবেন।

• রাতে astrography পিক তুলার সময় কোন light বা চাঁদের দিকে focus না করে আকাশের যেদিকে বেশি তারা রয়েছে অথবা কোন গাছের কিছু অংশ সহ focus করে তুলবেন, না হলে অনেক সময় আলো পড়লে সেটা ছড়িয়ে যায় ফটো তুললে.....

• Config ওয়ালা gcam যেগুলো আছে সেগুলোর রাতের config সেট করে restore/update দিয়ে তারপর nightsight mode যাবেন, nightsight গিয়ে page টান দিবেন নিচের দিকে, তারপর দেখবেন focus অপশন আছে, সেটা থেকে infinty বা last অপশন টা সিলেক্ট করে তারপর পিক তুলবেন......

• তারপর focus অপশন এর আশেপাশেই Timer অপশন পাবেন সেটা 3 সেকেন্ড বা 10 সেকেন্ড সিলেক্ট করবেন, সেটা আপনার ফটো click করে ফোন কোথাও সেট করে রাখতে যে কয় সেকেন্ড লাগে সে অনুযায়ী 3 বা 10 সিলেক্ট করবেন ।

• Tripod এ রেখে তুলবেন, সেটা অনেকের না থাকলে তখন চোখের সামনে যা পান যেমন - ইট, কাঠ, ওয়াল, বাঁশ, রড, মাটির ডিল, জানালার গ্রিল, গাছের ডাল, টিনের চাল, চেয়ার, টেবিল, ladies হাই হিল জুতা, মোট কথা যা পান সেটার সাথে হেলান দিয়ে ফোন টা রেখে তুলবেন, তাও হাতে নিয়ে তুলা যাবে না । ট্রাইপড না থাকলে ঘরে বসেই এভাবে বানাতে পারবেন।


💎 দিনের ফটো তোলার টিপস -

ভালো ফটো উঠার প্রথম শর্ত হচ্ছে, ভালো পরিবেশ বা ভালো প্রাকৃতিক সিনারি থাকতে হবে। হুটহাট ফটো না তুলে আকাশ প্রকৃতি গাছ এসবের সবকিছু ফ্রেমে রেখে তারপর ক্লিক করবেন। তাহলে ফটো সুন্দর হবে।


💎 মানুষের ফটো তোলার টিপস - 

মানুষের ফটোর ক্ষেত্রে সবচেয়ে বড় হলো Gcam এর প্রভাব। কারণ সব Gcam দিয়ে মানুষের ফটো ভালো হয় না। তাই মানুষের ফটো ভালো উঠে সেই Gcam গুলো ইউজ করতে হবে। তারপর Portrait মুডে গিয়ে ভালো পরিবেশে তুলার চেষ্টা করবেন।




💎 Macro ফটো তোলার টিপস -

• প্রথমেই ম্যাক্রো মুডে যাবেন। তারপর ম্যাক্রো এর ক্ষেত্রে যে পিকটা তুলবেন যেমন - পিঁপড়ে, মাছি, ছোট ফুল, মাকরসা, ফড়িং এসব ছোট পিক তুলার সময় ১ স্কেল পরিমাণ কাছে ফোন নিবেন, তারপর ডিসপ্লেতে ডাবল ক্লিক করে 2x জুম করবেন, তারপর যেটা তুলতে চাচ্ছেন সেটার উপর টাচ করবেন ডিসপ্লে তে, তাহলেই focus হয়ে যাবে.... যদি না হয় তাহলে ফোন একটু এঙ্গেল চেঞ্জ করে আবার focus করবেন.... তারপর ফাইনাল click করবেন...... ফোন যেন না কাপে হাতে, কাপলে ক্লিয়ার হবে না ফটো, যতোই focus ক্লিয়ার হোক।

⚠️ Macro Blur এর ভিডিও -


• যদি DSLR এর মত ২ পাশে blur রেখে মাঝখানে কোন কিছু ক্লিয়ার ভাবে তুলতে চান, অথবা মাটি বা ফ্লোর থেকে কিছু তুলতে চান তাহলে ফোন উল্টা করে ধরবেন, যেমন ফোনের ক্যামেরার দিক টা নিচের দিকে করে মাটি বা ফ্লোরের দিকে থাকবে আর ফোনের নিচের সাইড টা আকাশের দিকে থাকবে....
তারপর যে জিনিষ টা তুলতে চান সেটার উপর ফোকাস করবেন তারপর ক্লিক করবেন।


• কিছু gcam এর Macro অপশন আলাদা করে দেওয়া থাকে, সেটা দিয়ে পিক তুলার জন্য, প্রথমে macro অপশন গিয়ে যেটার পিক তুলবেন সেটার খুব কাছে ফোন টা নিবেন। নেওয়ার পর 1.5x অথবা 2x zoom করবেন। Zoom করে ফোকাস যখন ক্লিয়ার হবে তখন ক্লিক করবেন। আর এই অপশন শুধু ছোট জিনিস তুলার জন্য। যেমন - পিপড়ে, মাছি, ছোট ফুল এসব জাতীয় এর জন্য ম্যাক্রো মুড।

⚠️ Ultrawide ফটো তোলার নিয়ম -


এগুলো মানলেই পিক সুন্দর ভাবে তুলা সম্ভব । তারপর বাকিটা নিজে তুলতে তুলতেই আরো এক্সপার্ট হতে পারবেন। তাই বেশি বেশি ফটোগ্রাফি করুন।




📌 Nightsight বা Astrography নিয়ে কিছু প্রশ্নোত্তর -


১) আমার ফটো একবারে দিনের মতো হয়ে যায়, আমি অন্ধকার ভাব পছন্দ করি, কিভাবে তুলবো ?

🍁 astro এর জন্য যে কনফিগ দেওয়া হয়েছে সেটা set করুণ আগে, তারপর ক্যামেরা setting থেকে exposure compensation (nightsight / back) কমিয়ে 0 করে দিন, যত অন্ধকার ভাব চান তত কমিয়ে দিবেন। কিছু Gcam এ ISO অপশন থাকে, সেক্ষেত্রে ISO কমিয়ে দিলেও অন্ধকার ভাব হবে। 4000 থেকে 8000 এরকম রাখতে পারেন।

২) আমার ফটো তে চাঁদের আলো ছড়িয়ে যায়, সূর্যের মত হয়ে যায়, চাঁদের ফটো কিভাবে তুলবো ?

🍁 শুধু চাঁদের ফটো ক্লিয়ার তুলতে হলে আগের মতোই ক্যামেরা setting থেকে exposure compensation (nightsight / back) কমিয়ে 0 করে দিন। আর যদি চাঁদের আলো বেশি উজ্জ্বল হয় তাহলে nightsight না গিয়ে Camera মুড দিয়ে তুলবেন। তাহলেই একটু অন্ধকার ভাব হবে এবং চাঁদের ক্লিয়ার ফটো সম্ভব।

৩) আমার ফটো ক্লিয়ার হয় না, ঝাপসা হয়ে যায় । কিভাবে ঠিক করবো ?

🍁 Astrography বা nightsight এর পিক তুলার সময় ফোন হাতে রাখা যাবে না, যেভাবেই হোক চেষ্টা করবেন কোন নির্দিষ্ট জায়গায় ফোন টা রেখে ক্লিক করার জন্য। কোনভাবেই যেন ফোন চুল পরিমাণ না নড়ে । আর ক্লিক করার আগে nightsight গিয়ে ডিসপ্লে নিচ দিকে টেনে infinity অপশন সিলেক্ট করে নিবেন।

৪) অনেকের দেখি আকাশ ভরা তারা, কিন্তু আমার তারা উঠে না কেনো ?

🍁 এক্ষেত্রেও ক্যামেরা setting থেকে exposure compensation (nightsight / back) কমিয়ে 0 করে দিন। আর বড় কথা হলো আকাশে তারা থাকতে হবে, তা না হলে তারা তো অটোমেটিক হবে না কখনো।

৫) আমার ফটো সুন্দর হয়না কেনো ?

🍁 চেষ্টা করবেন ( গাছের কিছু অংশ + আকাশ + চাঁদ + তারা ) এই সবগুলো ক্যামেরা ফ্রেমে রাখতে । তাহলেই সৌন্দর্য্য বেড়ে যাবে অনেকটা। শুধু আকাশ বা শুধু তারার পিক তুললে তেমন ভালো দেখায় না। আর ফটো সুন্দর হয় ভালো প্রকৃতির উপর নির্ভর করে। সুন্দর সিনারি হলে এমনিতেই সুন্দর হবে।

৬) একবারে অন্ধকারে দিনের মত তুলবো কিভাবে ?

🍁 একবারে কালো অন্ধকারে কখনোই ফটো তুলা যাবে না। Minimum আবছা আলোয় বা চাঁদনী রাতে তুলতে হবে, তাহলে দিনের মত হবে। আর বেশির ভাগ মানুষের চাহিদা দিনের মত করে ফেলা, তাই সেটা ভেবেই আমাদের সবগুলো কনফিগ এ exposure compensation সর্বোচ্চ দেওয়া আছে। তাই এক্ষেত্রে আপনাদের কোনকিছু পরিবর্তন করতে হবে না।

৭) আমার ফটোতে অতিরিক্ত আলো চলে আসে এবং সাদা হয়ে যায় কেন ?

🍁 যদি দেখেন আশেপাশে লাইটের আলো আছে তাহলে সেক্ষেত্রে শুধু camera মুডে তুলবেন, তখন astro কনফিগ সেট করার দরকার নাই। কারণ full exposure compensation দেওয়ার ফলে আরো উজ্জ্বল হয়ে যায়। যদি astro কনফিগ সেট করে তুলতেই চান তাহলে ক্যামেরা setting থেকে Night exposure compensation কমিয়ে 0 করে দিন। 

৮) অনেকেই দেখি রাস্তায় লম্বা লাল নীল রেখার মত ফটো তুলে সেটা কিভাবে ?


লাইট পেইন্টিং ফটো শিখতে এই ভিডিও দেখুন।

৯) রাতের জন্য কোন GCam টা ভালো ? মানে চাঁদ তারা আকাশ এসব সুন্দর হয় যেনো।


১০. ফটো সবুজ হয়ে যায়, ঠিক করবো কিভাবে ?

• XML সেট করবেন আগে। তারপর AWB অপশনটি অন/অফ করে ট্রাই করবেন। এছাড়াও Gcam এর খুঁটিনাটি সমস্যার সমাধান পেতে এখানে ক্লিক করুন।











- THE END -

Post a Comment

Thanks for Comment ❤️

Previous Next

نموذج الاتصال