অ্যাডমিন প্যানেলের দায়িত্ব এবং মডারেটর ফর্ম

 

⚠️ নিম্নোক্ত বিষয়াবলী সম্পূর্ন পড়ার পর যদি আপনি আগ্রহী থাকেন, তাহলে নিচে Apply Moderator বাটনে ক্লিক করে ফর্মটি পূরণ করে দিবেন। তারপর আপনার সাথে যোগাযোগ করা হবে। (ফর্মে উল্লেখিত বিষয়াবলী সম্পূর্ন নিরাপদ থাকবে এবং এটি শুধুমাত্র অ্যাডমিন ছাড়া আর কেউ দেখার সুযোগ নেই, তাই নিশ্চিন্তে পূরণ করতে পারেন)




🔴আমাদের গ্রুপে প্রতিদিন প্রচুর পরিমাণে পোস্ট হয়ে থাকে। তার মধ্যে বেশির ভাগ পোস্টই হয় Gcam লিংক চেয়ে। আর কিছু পোস্ট হয় Gcam এর বিভিন্ন সমস্যা নিয়ে। আর বাকিগুলো ফটোগ্রাফি পোস্ট। তাই দায়িত্ত্ব পাওয়ার প্রথম শর্ত হচ্ছে, মানুষকে হেল্প করার মনমানসিকতা থাকতে হবে এবং হেল্প চাওয়া পোস্ট গুলোতে হেল্প করতে হবে। কোন হেল্প চাওয়া পোস্ট approve করে ফাঁকা ফেলে রাখা যাবে না। 


🔴দায়িত্ত্ব পাওয়ার পর যে কাজসমূহ করতে হবে সেগুলো হলো:

★.  বেশিরভাগ ক্ষেত্রে মেম্বাররা লিংক চেয়ে পোস্ট করে থাকে। সেক্ষেত্রে আপনার কাজ হলো সেই পোস্ট এপ্রুভ করে সাথে সাথে কমেন্টে লিংক দিয়ে দিবেন। কোন লিংক চাওয়া পোস্ট বা হেল্প চাওয়া পোস্টগুলো যেন ফাঁকা পড়ে না থাকে, সেটা খেয়াল রাখবেন। (লিংকগুলো আগেই আমরা আপনাকে মেসেঞ্জারে দিয়ে দিবো)

★.  লিংক চাওয়া ছাড়াও অনেক সময় Gcam এর সমস্যা নিয়ে অনেকেই পোস্ট করে। সেক্ষেত্রে সেটা approve করে অবশ্যই হেল্প করতে হবে। হেল্প পোস্ট ফাঁকা রাখা যাবে না। যদি কোন পোস্টের সমাধান জানা না থাকে সেক্ষেত্রে সেই পোস্ট approve করবেন না। প্যানেলে এক্সপার্ট অনেকেই আছে, যে পারে সে গিয়ে ওটা Aporove করবে তখন।


★. ২৪ ঘণ্টায় মিনিমাম ২০-২৫ জনকে হেল্প করার আগ্রহ বা ইচ্ছা থাকতে হবে। আর বেশি করতে পারলে সেটা সমস্যা নেই।


★. হেল্প করা ছাড়াও ফটোগ্রাফি পোস্ট গুলোর ক্যাপশন ঠিকভাবে চেক করে Approve দিতে হবে।


★. অনলাইনে এক্টিভ থাকা এবং গ্রুপে সার্বিক নজর রাখা, কোথায় কি হচ্ছে সেটা খেয়াল রাখা।



🔴মেম্বার থেকে অ্যাডমিন প্যানেলে আসার পর আপনার মধ্যে যেসব পরিবর্তন আনতে হবে -


✓ প্রথমেই মনে রাখতে হবে, আপনি এখন মেম্বার না, আপনি অ্যাডমিন প্যানেলের এমন একজন সদস্য, যিনি বিশ্বের সবচেয়ে বড় Gcam গ্রুপকে সামনে থেকে নেতৃত্ব দিবে।


✓ মেম্বার অবস্থায় যা খুশি তাই কমেন্ট করা গেলেও অ্যাডমিন প্যানেলের দায়িত্বে থেকে দায়িত্বশীল ভাবে কমেন্ট করবেন। যাতে কেও আপনার কমেন্টের দিকে আঙুল তুলতে না পারে।


✓ অ্যাডমিন প্যানেলে থেকে আপনি কখনো কোন মেম্বারের কাছে Gcam বা XML লিংক চাইবেন না। যা দরকার লাগে বা যেকোন হেল্প লাগলে আমাদের বলবেন।


✓ অ্যাডমিন প্যানেলে থাকা অবস্থায় কোন মেম্বার আপনাকে গালি দিলে বা কোন বিষয়ে তর্ক করলে আপনি কখনো তাদের সাথে তর্কে বা বাজে ভাষা বলতে পারবেন না। সেরকম পরিস্থিতি হলে সেটা আমাদের জানাবেন,  আমরা তখন তার অ্যাকশন নিবো। মোটকথা, সবার সাথে ভালো ব্যাবহার, সম্মান এবং বন্ধুত্বপূর্ন আচরণ করবেন। সেটা অ্যাডমিন প্যানেলের হোক বা গ্রুপের মেম্বারদের সাথেই হোক। ভালো আচরণ করতে হবে। কখনো মাথা গরম করে কাওকে কিছু বলা যাবে না।




♨️উপরোক্ত লিখার বাইরেও অনেক সময় পরিস্থিতি অনুযায়ী অনেক কিছু জানার থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে ওখানে জিজ্ঞেস করবেন বা পার্সোনালি MAHMUDUL HASAN RIYAN কে ইনবক্সে জিজ্ঞেস করবেন।





=========================


  => Apply Moderator  <=


=========================





===> মডারেটর ট্রেইনিং জোন <===





=====> THE END <=====

4 Comments

Thanks for Comment ❤️

  1. পড়লাম মনোযোগ সহকারে

    ReplyDelete
  2. অভিযোগ করার স্বাধীনতা না থাকলে জিগ্গেস করলেন কেন?

    ReplyDelete
Previous Next

نموذج الاتصال