মডারেটর ট্রেইনিং এবং দিকনির্দেশনা

⚠️ সবাইকে স্বাগতম। GCUB অ্যাডমিন প্যানেলের নতুন সিলেক্ট হওয়া সকল সদস্যদের জন্য নিম্নোক্ত নিয়ম কানুন গুলো এখানে একসাথে দেখানো হচ্ছে। দায়িত্ত্ব পাওয়ার পর যে বিষয় গুলো খুবই গুরুত্বপূর্ন সেসব বিষয় এখানে দেখানো হয়েছে। তাই সম্পূর্ন লিখা মনোযোগ দিয়ে পড়বেন এবং বুঝার চেষ্টা করবেন। দায়িত্ত্ব পাওয়ার পর যদি কখনো ভুলে যান নিয়মগুলো, তখন এই পেইজে এসে দেখে নিবেন। 


🔴 যেহেতু আমরা মেম্বারদের হেল্প করি, সেক্ষেত্রে তারা বেশির ভাগ সময় Gcam এবং XML এর লিংক চায়। ডাওনলোড সমস্যা নিয়েও জানতে চায়। তাই এসব সহজে এবং চাওয়া মাত্র দ্রুত সময়ে দেয়ার জন্য কিছু লিংক আপনাদের কপি করে রাখতে হবে, যাতে যেকোন পোস্টের কমেন্ট দ্রুত দিতে পারেন। এই কপি করার জন্য সবচেয়ে সহজ হলো কীবোর্ডে কপি রাখা। তাই খুব সহজে যেভাবে কপি রাখবেন সেই সিস্টেম দেখাচ্ছি নিচের ভিডিওতে ।


প্রথমেই যারা Gboard ইউজ করেন তাদের টা দেখাচ্ছি - 



এবার যারা Ridmik কীবোর্ড ইউজ করেন তারা যেভাবে কপি করবেন দেখে নিন - 




🔴 কপি করার সিস্টেম শিখা হয়ে গেলে, এবার আপনাদের কয়েকটা লিংক কপি করে রাখতে হবে। যে লিংক গুলো কপি করবেন সেগুলো এখন নিম্নে দেয়া হচ্ছে। নিচে নাম্বার অনুযায়ী দিচ্ছি। প্রতিটি নাম্বারের পর থেকে লিখা অংশ সহ এবং লিংক গুলো সহ সম্পূর্ণ কপি করবেন চাপ দিয়ে ধরে। তারপর সবগুলো এক এক করে কপি করে পিন করবেন উপরে দেখানো সিস্টেম অনুযায়ী। নিচের ৫টি বিষয় কপি করে রাখুন, তারপর মেসেঞ্জার গ্রুপে আপনাদের বুঝিয়ে দেয়া হবে।


১) All Gcam XML : (ডাওনলোড করতে সমস্যা হলে নিচে দেয়া ডাওনলোড সমস্যার ভিডিও দেখে নিবেন, তারপর ডাওনলোড করবেন)


XML লিস্ট :

https://drive.google.com/drive/folders/1_2vU9N9dr2ZWCGqeLTsQcriBbJVYMbrF


ডাওনলোড সমস্যার সমাধান :

https://youtu.be/ekhM33Ktp1o


Telegram চ্যানেল: https://t.me/gcamofficial


Youtube চ্যানেল : https://youtube.com/c/GcamOfficial




২) সহজ উপায় হলো - আপনি গ্রুপের কভার ফটোর উপর দেখুন সার্চ 🔎 অপশন আছে। সেখানে আপনার ফোনের নাম লিখে সার্চ করুন। তারপর দেখুন গ্রুপে আপনার ডিভাইসের অন্য ইউজাররা কোন gcam দিয়ে ফটো তুলে আপলোড দিয়েছে। তারপর আমাদের লিস্ট থেকে সেগুলো ট্রাই করুন।

অথবা, https://youtu.be/QP-rft6ruTk


আপনাদের সুবিধার কথা চিন্তা করে সবকিছু একত্রে দেয়া হলো -


📌https://www.facebook.com/groups/bdgcub/permalink/921664595508013/




৩) ডাওনলোড সমস্যার সমাধান, যাদের ডাওনলোড সমস্যা হয় তারা নিচের ভিডিও দেখে ডাওনলোড করুন :


https://youtu.be/ekhM33Ktp1o




৪) আপনার ফোনে ভালো GCam সাপোর্ট করবে না। তাই এটি ট্রাই করুন :


https://m.facebook.com/groups/bdgcub/permalink/1026704671670671/




৫) ফটোগ্রাফি টিপস -


https://youtu.be/bSBlFvnk5pM





🔴 উপরোক্ত ৫টি লিংক কপি করা সম্পন্ন হলে এবার গ্রুপের কিছু বিষয় বলে দেই। যেসব বিষয় আপনি মডারেটর হলে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমেই বলে দেই, কোন পোস্ট ডিলিট করতে হলে সেটা কিভাবে ফিডব্যাক মার্ক করে ডিলিট করবেন। কোনকিছু ফিডব্যাক ছাড়া ডিলিট করবেন না, সেটা পোস্টই হোক বা কোন কমেন্টই হোক। কোন পোস্ট Approve এর যোগ্য না হলে যেভাবে ফিডব্যাক দিয়ে ডিলিট করবেন তা নিচের ভিডিওতে দেখানো হলো - 





🔴 যদি কখনো পেন্ডিং পোষ্টে দেখাচ্ছে পোস্ট আছে, কিন্তু ভিতরে ঢুকলে ফাঁকা দেখায়, সেক্ষেত্রে যেভাবে পোস্ট শো করাবেন সেটা দেখে নিন - 





🔴 যদি কখনো নির্দিষ্ট ভাবে কেও জানতে চায় যে, এই ফোনে Gcam সাপোর্ট করে কিনা, সেক্ষেত্রে আপনার যদি জানা না থাকে তাহলে সেটা এভাবে সার্চ দিয়ে বের করে দেখে, তারপর পোস্ট Approve করে কমেন্টে বলে দিবেন। নিচের ভিডিওতে দেখানো হচ্ছে কিভাবে সার্চ দিয়ে জানতে পারবেন সেটা - 





🔴 পোস্ট Approve করলেন কিন্তু সেটা খুজে পাচ্ছেন না গ্রুপে এসে। যদি কখনো এমন পরিস্থিতি হয় তখন যেভাবে খুঁজে পাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এটা আপনি ২ ভাবে খুঁজে পাবেন। ভিডিওতে ২ ভাবেই দেখিয়ে দিচ্ছি কিভাবে খুঁজে পাবেন -





🔴 যদি কাওকে কখনো সাসপেন্ড করতে হয় নির্দিষ্ট সময়ের জন্য, সেক্ষেত্রে কোন কমেন্ট বা রিয়েক্ট থেকে যদি সাসপেন্ড করা না যায়, তখন যেভাবে তাকে সাসপেন্ড করবেন দেখে নিন। কিভাবে সময় সিলেক্ট করবেন এবং ফিডব্যাক সহ সাসপেন্ড করবেন ভিডিওতে দেখুন - 





🔴 Moderation Alerts এ অনেক সময় মেম্বারদের নেগেটিভ কমেন্ট গুলো শো হবে। আবার অনেক সময় ভালো গুলোও শো হয়। তাই কিভাবে সেটা বুঝবেন সেটা ভিডিওতে দেখানো হচ্ছে। সেখানে কমেন্টের উপর ক্লিক করলেও মেইন পোষ্টে নিয়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন কিজন্য সেটা শো হলো। তারপর যদি পজিটিভ হয় তাহলে Ignore ক্লিক করবেন, আর নেগেটিভ বা বাজে কিছু হলে Remove ক্লিক করবেন। এখানে যদি inbox, gmail, youtube এসব শব্দ বলে তখন শো হবে বেশির ভাগ সময়। ইনবক্সে ডাকলে বা gmail দিলে সেগুলো Remove করবেন। আর অন্য ক্ষেত্রে কমেন্টে ক্লিক করে ভিতরে গিয়ে দেখবেন ঘটনা কি। তারপর পরিস্থিতি অনুযায়ী ignore বা Remove করবেন। ভিডিওতে দেখুন -





🔴 Potential Spam অপশনে রিস্কি এবং ক্ষতিকর বিষয়গুলো শো হবে। অনেক ক্ষেত্রে ভালো বিষয় গুলোও এখানে চলে আসে। তাই সেটা চেক করে দেখবেন। যদি অন্য কোন ক্ষতিকর লিংক হয় তাহলে সেটা Decline করবেন। আর যদি ভালো কিছু হয় বা কোন পোস্ট হয় তখন সেটা Published বাটনে ক্লিক করবেন। ভিডিওতে দেখুন -





🔴 যদি কখনো কোন পোস্ট ভুল করে ডিলিট করে ফেলেন, বা কোন কমেন্ট ভুলে ডিলিট হয়ে যায় সেটা যেভাবে ব্যাক আনবেন - 




🔴 আপনি কখন কি এক্টিভিটিস করলেন গ্রুপে, অথবা সারাদিন আপনি কি কি করলেন গ্রুপে সেসব কিছু দেখতে চাইলে নিচের ভিডিও অনুযায়ী দেখতে পারবেন -





⚠️ ফটো Approve এর ক্ষেত্রে অবশ্যই ক্যাপশন চেক করে নিবেন। ক্যাপশনে অবশ্যই (ফোনের নাম + ক্যামেরা নাম) উল্লেখ থাকতে হবে। যদি সেটা কেও না করে বিকল্প হিসেবে (Gcam নাম + XML নাম) উল্লেখ করলেও হবে। কেও Gcam ইউজ না করে যদি ফোনের ক্যামেরা দিয়ে ফটো তুলে সেক্ষেত্রে ফোনের নামের সাথে স্টক ক্যামেরা উল্লেখ থাকতে হবে। যদি কেও শুধু ফোনের নাম লিখে অথবা শুধু Gcam/স্টক ক্যামেরার নাম লিখে সেক্ষেত্রে পোস্ট ডিলিট করবেন ফিডব্যাক মার্ক করে। ১ নাম্বার ফিডব্যাক দিবেন এক্ষেত্রে।

তাই অবশ্যই যেকোন একটি উল্লেখ থাকতে হবে - 

      ফোনের নাম + ক্যামেরা নাম (Gcam/Stock)

     ☞ Gcam + XML নাম 

অনেক সময় স্টক ক্যামেরা দিয়ে ফটো তুললে, ফটোতে watermark লগো দেখা যায়। সেখানে ফোনের নাম লিখা থাকে। তখন যদি ক্যাপশনে ফোনের নাম উল্লেখ না করে সেক্ষেত্রে সেটা Approve করবেন। তাই ফটোতে ক্লিক করে ভালোভাবে চেক করে নিবেন।



⚠️ ক্যাপশনে কোন বিজ্ঞাপনী লিংক, অন্য কোন পেইজ লিংক বা নীল জাতীয় কোন লিখা হলে সেটা চেক করবেন অবশ্যই। যদি অন্য কোন গ্রুপ, পেইজ বা আমাদের গ্রুপের বাইরের কোন লিংক হয় সেক্ষেত্রে পোস্ট ডিলিট করবেন ফিডব্যাক দিয়ে। যদি কারো ফেসবুক আইডি মেনসন থাকে তাহলে ডিলিট করার দরকার নেই।

আর যদি কেও in বা at দিয়ে কোন লোকেশন দেয়, যেমন - in Dhaka University অথবা, at coxbazar Sea Beach ইত্যাদি থাকে, সেক্ষেত্রে সেটাও কিন্তু পেইজের মত দেখাবে। সেক্ষেত্রে সেটা ডিলিট করার দরকার নেই। শুধুমাত্র সরাসরি কোন পেইজ ক্যাপশনে মেনসন করলে তখন ডিলিট করবেন পোস্ট।



⚠️ ফটো Approve এর ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখবেন। ভালো সকল প্রকার ফটো Approve করবেন। যেসব ফটো/ভিডিও গ্রহণযোগ্য নয়-


অতিরিক্ত এডিট করা ফটো হলে ডিলিট

অস্পষ্ট বা অর্থবোধক নয় এমন ফটো/ভিডিও হলে ডিলিট

নেগেটিভ বা সেক্সুয়াল ফটো হলে ডিলিট

অশ্লীল বা অশালীন ক্যাপশন হলে ডিলিট

দিনের ফটোকে রাতের বলে চালানো হলে, যদি একদম দিনের মতোই হয়, তাহলে ভিডিও প্রুফ সহ পোস্ট করতে হবে।

বিড়ি, সিগারেট, গাজা, মদের বোতল বা নেশা জাতীয় দ্রব্য নিয়ে কোন ফটোগ্রাফি হলে সেগুলো ডিলিট।

বাচ্চাদের উলঙ্গ ফটো, বা বড়দের নাভির নিচে দেখা যায় এমন ফটো ডিলিট। তবে বাচ্চাদের হাফপ্যান্ট আছে বা বড়দের কোমরের নিচে কাপড় আছে এমন হলে সেগুলো Approve করবেন।

রক্তাক্ত জিনিস বা কোন মৃত প্রাণী বা মৃত পাখির ফটো বা খাচায় আটকানো কোন প্রাণী বা পাখির ফটো হলে ডিলিট।

☞ "Editing Challange বা এডিট করে দিন" ক্যাপশন হলে ডিলিট

 ☞ কোন রাজনৈতিক ব্যক্তি বা দেশ বিরোধী কোন ফটো/ভিডিও হলে ডিলিট




⚠️ কোন ফোনে Gcam চলে আর কোন ফোনে চলে না সেটা জেনে রাখুন। Snapdragon চিপসেট এর প্রায় সবগুলোতে Gcam চলে শুধুমাত্র Sony ফোন বাদে। Snapdragon 600 এর উপর হলে ভালো চলে। আর snapdragon বাদে বাকি যেসব চিপসেটে Gcam চলবে সেগুলো নিম্নে লিস্ট দেয়া হলো - 


Device                            support

Realme                                   G35+

Oppo                                      P35+

Vivo                                        P35+

Xiaomi                                   G35+   

Techno                          Not supported

Infinix                           Not supported 

itel                                 Not Supported

iPhone/Apple              Not supported

Sony                              Not Supported 

Samsung                        Snapdragon 

Symphony                    Only Helio 30

Walton                     Rx8 mini & S8 mini

Huawei                        Only honor x8 

OnePlus                            Almost All

Google Pixel                     Supported 

Motorola                          Snapdragon

Nokia                              Group Search

Nothing Phone                 Supported 

Asus                                  Snapdragon 





🔆 এসবের বাইরেও যদি কোন কিছু জানার থাকে তাহলে আমাদের মেসেঞ্জার গ্রুপে জিজ্ঞেস করবেন। আমাদের প্যানেলের সবাই আপনাদের সর্বাত্মক হেল্প করবে। 

1 Comments

Thanks for Comment ❤️

  1. পড়ে নিলাম।কিন্তু মডারেটর হবার আগেই।

    ReplyDelete
Previous Next

نموذج الاتصال